গুচ্ছ কবিতা ।। জুননু রাইন

অপেক্ষারা দাঁড়িয়ে   অপেক্ষারা দাঁড়িয়ে; দাঁড়িয়ে আমার জন্য এক ঝুড়ি ক্লান্তির ঝরা ফুল নিয়ে আমার অলসতা দেখে নিরলসভাবে জড়ো হচ্ছে- সারি বেঁধে ঘেরাও করার প্রস্তুতি