১
বৃষ্টির মতো;
দেখেছি ঝরে তারা,
ভেতরে ক্ষত।
২
একটি দিন;
কেটে গেলে ঈশ্বর
থামান ঘড়ি।
৩
চঞ্চুতে জ্বর,
দূরে কিছু ফুল সে
খোঁজে ঈশ্বর!
৪
সন্ধ্যার মেঘ;
ঢুকেছে আয়নায়
স্ফীত আবেগ!
৫
খুঁড়িয়ে হেঁটে,
এসেছিলো যে পথ
ফেরে সে উড়ে।
৬
বেঁচেছি বলে,
প্রাণে প্রাণে স্পষ্টতা
মনে কৌশলে।
৭
সূর্যের পালা,
দেখা গেলো তাকে
হিম অজানা।
৮
চির উষ্ণতা,
গাঢ়তর হলেই
জমে জনতা।
৯
চোখ নির্ঘুম,
সাদা ডানা আকাশ
ঝরা পালক।
১০
আদি পিতার,
পাপ আছে পকেটে
খুঁজেছে ঘর।
১১
উঠে দাঁড়ালে,
না ফেরা শৈশব
ঐ অন্তরালে।
১২
কিছু জন্মান্ধ,
পড়তে গিয়ে মরে
কুমারী শ্রাদ্ধ।
১৩
জলের মতো,
কোথাও হাওয়ারা
ঢেউয়ে রত।
১৪
রৌদ্র দরজা,
প্রাণে ডগায় ঝুলে
দেখে বারতা।
১৫
এক সঙ্গীত,
করে সকালে কাকে
কৃষ্ণসংঘাত।
১৬
প্রার্থনা স্বর,
প্রতিনিয়ত খোঁজে
ডাকে ঈশ্বর।
১৭
চির অপেক্ষা,
চে’ ভালো ছিলো পূর্বে
অই উপেক্ষা।
১৮
প্রেম চলেছে,
ছুটে কাছে ও দূরে
থাকে না বেঁচে?
আজীবন কী
লক্ষ্যহীন হয়ে সে;
থাকবে হেসে?
এমন প্রার্থনা
কীভাবে চেয়ে বসে
অন্য যাতনা?
ভালোবাসা কী
এমন কোনো উপমা
আছে কি নাকি?
কেন ভাবছো
মিছে কান্না জানো না?
কী ভালোবাসা;
থাকে অজানা!
জীবন ছিলো সুরে
কেন খোঁজে না?
তোমার চোখ
নীল চোখের ভীড়ে;
নড়ে টনক।
গন্তব্য ধীরে
নেমে আসে শিশিরে;
বুকে গভীরে।
যেখানে থামে
সকল নিষ্পাপতা;
কোমল দমে!
বাণিজ্য বায়ু
দান করে মহাত্মা
নৈঃশব্দ্যে চুমু।
১৯
সূর্য উঠেছে
পূর্ব থেকে পশ্চিমে
অথচ হেলে
ঘুরে ফিরেছে
পৃথিবীর ব্যস্ততা।
পুনশ্চ ফেরে
আবার ঘুরে
ফিরেছে মরশুমে।
থরে বিথরে
জেগে ও নিভে
যখন মৃত্যু সস্তা
মূল্য স্বভাবে।
২০
এ সন্ধিক্ষণ
ফলত শান্তি নাই
হায় কখন!
আনতে ফুল
আয়ু সীমা মাপাই
করেছে ভুল।
প্রতীক্ষা ফল
শীতে কাঁপে সাগর
এ ভূমণ্ডল।
কাঁপে সে তীর
তাহার ঠোঁটে স্বর
চুমো অধীর।
২১
কাছে আসে না
দূরে তফাতে থাকে
ভালোবাসে না।
এ প্রকৃতিকে
কী নির্ঘুম রাত্রিকে
নিঝুম দিকে।
চলেছে ছুঁতে
আলতা রাঙা মনে
ঠোঁটটি ধুতে
কি বিষণ্ণতা
আলোক কিংশুকে
থেমে অস্পষ্টতা।
২২
তৃণের শীষ,
বায়ু কাঁপিয়ে বলে
শিশিরে চল।
রৌদ্র যাপন,
সোনালী স্বপ্ন আঁকে
রশ্মি মাদল।
মেঘের আয়ু,
পাহাড় দেখে বলে
জলকে চল।
স্থির সমুদ্রে,
জলোচ্ছ্বাস ডেকেছে
ঐ চক্রবাল।
মেহেদি হাসান তন্ময়
![]()
কবি ও গীতিকার
প্রথম কবিতার বই ‘পৃথিবী একটা নীল বয়াম’ ২০১৭ সালের বইমেলায় প্রকাশিত হয়েছিলো। নিজের লেখা গীতিকবিতা নিয়ে গান গেয়ে এ্যালবাম করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লিখছেন গল্প, উপন্যাস, চিত্রনাট্য, হাইকু ও ফ্ল্যাশ ফিকশন।
যোগাযোগ : +8801983313922
ই-মেইল : tonmoymehedihasan99@gmail.com