বাংলাদেশে এখন যারা কার্টুন আকঁছেন তাদের মধ্যে অন্যতম মেহেদী হক। সেই ছোট থেকে আঁকছেন। উন্মাদের অন্যতম একজন কার্টুনিস্ট। নিউ এইজ পত্রিকায়ও কার্টুন আঁকছেন। ঢাকা কমিক্সের পুরোধাও। লিখছেনও। লিখেছেন: কার্টুন আঁকিবার ক খ গ এবং ক্ষ, উন্মাদ-এ দেড় যুগ, আঁকিবুকির কলাকৌশল এবং আহ!কাশ্মীর (কার্টুনিস্ট নাসরীন সুলতানা মিতু-সহ লেখা) কার্টুন ও কমিক্সে সবরকমভাবে সক্রিয় তিনি, এগিয়ে নিয়েছেন অনেকটুকু।