ফিল্মের জেন কবি কিম কি দুক

বেঁচে থাকলে আজ (২০২০ এর ২০ ডিসেম্বর) চিত্রনির্মাতা কিম কি দুকের বয়স হতো পাক্কা ষাট। এই মহামারীর সময়ে ষাটতম জন্মদিনটি তিনি হয়ত ইয়োরোপের ছোট্ট দেশ লাটভিয়ায় একান্তেই থাকতেন; চুপিচুপি নিজের পরবর্তী সিনেমার কথা ভাবতেন। করোনা নামের যম এই কোরিয়ান সিনেমায়েস্ত্রোকে সেই সুযোগ দেয়নি। গত ১১ ডিসেম্বর বিদেশ বিভুঁইয়ে মারা যান কিম। প্রথম ছবি ক্রকোডাইল দিয়েই যিনি জানান দিয়েছিলেন, তিনি অন্যদের চেয়ে আলাদা। তাঁর সিনেমার গল্প, ক্যানভাস, ইমেজ চিন্তাজগৎকে ভেঙেচূড়ে দ্যায়। নৃশংসতার রূপক দিয়ে যিনি গভীর দুঃখবোধগুলিকে ক্যামেরার ফ্রেমে বেধেছেন। নির্বাণ চেয়েছেন। তিনি যেন সিনেমার জেন কবি। তিনি ৩২টি ছবির চিত্রনাট্য লিখেছেন। পরিচালনা করেছেন ২৫টি। এর মধ্যে স্প্রিং সামার ফল উইন্টার…স্প্রিং, থ্রি আয়রন, দি বো, পিয়েতা, ড্রিম, অ্যাড্রেস আননোন, ব্যাড গাই, দি আইল, বার্ডকেজ ইন, সামারিটান গার্ল, আরিরাং, দি কোস্ট গার্ড, রিয়াল ফিকশন সবচেয়ে আলোচিত ছবি। এই ছবিগুলি কিম কি দুককে সারা দুনিয়ার সিনেমাপ্রেমিদের কাছে পৌঁছে দিয়েছে।

কিম কি দুকের ষাটতম জন্মদিনে শিরিষের ডালপালার এই বিশেষ আয়োজন….

আমার সিনেমা অনেকটা দর্শকের মিরর ইমেজের মতো — কিম কি দুক | ভাষান্তর : রাফসান গালিব

‘পিয়েতা’ আমার দেখা অন্যতম সেরা সিনেমা | প্রদোষ পাল

নারীদের আমি পুরুষের চেয়ে উপরের স্তরে চিন্তা করি — কিম কি দুক | ভাষান্তর : রিতু পারভী

গোপন কথাটি | সেঁজুতি জাহান

খোদা আমার কাছে প্রকৃতি — কিম কি দুক | ভাষান্তর : তন্ময় হাসান

আমার দেখা কিম কি দুক | উপল বড়ুয়া

 

প্রিন্ট ভার্সনে ‘কিম কি দুক বিশেষ সংখ্যার জন্যে লেখা সংগ্রহ (ইন্টারভিউর অনুবাদ নয়) চলছে। shirisher.dalpala@gmail.com এ লেখা পাঠান।

শেয়ার