ফুল
পেটটা ফুলতে ফুলতে এমন ফুল হয়ে গেছে
নাভিটা কেন্দ্রে যার
পাপড়ি মেলি দিছে।
আমার তো এখন দুইটা হার্ট
নিজেরে যে একলা ভাবুম
ভাবতে গেলেই লাগে যে,
আমার তো এখন দুইটা হার্ট!
একটা আমার
আরেকটা যে কার!
আমি খাইলেই যার খাওয়া হয়ে যায়
আমি হাঁটলেই যার ঘুম পায়
আমার উমে যে শান্তি পায়
হাত-পা নাড়ায়
যদিও দিনে দিনে টের পাই আমি
সে আরেকজন হয়ে উঠতেছে
আমার শরীরে আর থাকবে না বেশিদিন
যদি থাকতো,
দুইটা হার্ট নিয়ে আমি ঘুরতাম!
অবশ্য একটু ঠেস দিয়ে হাঁটা লাগতো, এখন যেমন
সামান্য বাঁকা হয়ে, পেটটারে সামনে ঠেলে
কেমন পেটভরা হাঁসের মতন
পা দুইটা ছড়ায়ে ছড়ায়ে
পুকুরে নামি সাঁতরানো যাইতো যদি
সেই একজনের মতন
আমিও পুকুরের পেটে ভাসতাম
হাত পা ছুঁড়তাম
শরীরের ভারটা পানিতে ছাড়ি
পুকুরের পেটে আরেকটা হার্ট হয়ে উঠতাম!
পুকুর কি তখন হইতো আমার মা?
কুচিওয়ালা জামায় তারে তো আর গুঁজায়ে রাখা গেলো না…
কুয়াশায়
শীতের নদীর মতন শান্ত হয়ে আছি
চাইরপাশে এত কুয়াশা
বুঝতেও পারবা না কেউ
কতটা খোয়া ঝরলো নদীতে
আর কত ঢেউ
বুকে লয়ে
ঘুমায়ে গেছি
শীতের নদীর মতন শান্ত হয়ে আছি
ওয়েটিং
একটা শিশু আছে
যে এখনো আমার শরীরে
কিছুটা প্রেমিক হয়ে
হৃদয়ের কাছাকাছি
আরেকটা হৃদয় নিয়ে
আসবে পুরাপুরি
এই ভেবে ভেবে
কত কী মনে আসে
ভোরের ঘাসে
পা বুলানির মতন
ভিজা স্যাঁতস্যাঁতে
অদ্ভুত কাঁপন
গোঙানি তোলে
এতই গোপন
কেউ শোনে না
শীতের রাইতে
এত যে আপন
ঘুম ভাঙ্গি না
আবার ঘুমাই
হৃদয়ের কাছাকাছি
আছে যে তারে
বুঝায়ে বলি,
ভোর হইতে এখনো
কিঞ্চিৎ দেরি।
ছক হারায়ে ফেলছি
কোথায় যে নিজেরে রাখবো
ছক হারায়ে ফেলছি
ঘুম চোখে খালি
জাগে কিঞ্চিৎ কুমকুমধ্বনি
বাবুরে খাওয়াতে নিলে
তার চোখের মধুরতা
নব্বই ডিগ্রি এঙ্গেলে
আকাশের বিশালতা হয়ে
ছড়ায়ে থাকে আমার কোলে
রাবিয়া সাহিন ফুল্লরা
জন্ম : ২ মার্চ ১৯৯৭; সন্দ্বীপ, চট্টগ্রাম, বাংলাদেশ। বেড়ে ওঠা সন্দ্বীপে। পড়াশোনা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (রাজনীতি বিজ্ঞান)।
কবিতারে একটা ধ্যান লাগে আমার। দুনিয়ারে বোঝার চেষ্টা করতে গিয়ে তার ভিতরে নিজেরে কতটা টের পাই না পাই, তা পরিমাপের একটা মাপকাঠি এই কবিতা। তাবৎ অস্থিরতা আর প্রতিটা সংকট যত আলাদা হোক, মা-বাপের মতন অবিচ্ছেদ্য লাগে যাবতীয় দোদুল্যমানতাকে। তারে ধরতে চাই ভাষায়। মূলত নিজের অস্তিস্ত্ব খুঁজতে গিয়ে তারে কবিতা বলে চালানোটা একটা কৌশলমাত্র।
নিজেরে শান দিতে টুকটাক তরজমা করি।
sahinhoque4130@gmail.com
প্রকাশিত বই
কবিতা
দরিয়ার ফুল (২০২১)
গ্যাব্রিয়েলা মিস্ত্রালের কবিতার তরজমা (২০২৩)
ফোরো ফারোখজাদের কবিতার তরজমা (২০২৪)