আলবার্ট কামু অন হ্যাপিনেস অ্যান্ড লাভ ।। ভাষান্তর : মাহমুদা স্বর্ণা

‘আমরা যাদের ভালোবাসি তারা যদি কোনভাবে জানতে পারতো ,তাদের সাথে পরিচয়ের আগে আমরা কেমন ছিলাম তবে তারা সহজেই উপলব্ধি করতে পারতো তারা আমাদের কতোটা বদলে দিয়েছে।’

উইন্ডি ম্যাকনটন চিত্রায়িত আলবেয়ার কামুর সুখ ও প্রেম সম্পর্কিত রচনা ‘অন হ্যাপিনেস অ্যান্ড লাভ’। ম্যাকনটন নোবেল পুরস্কারপ্রাপ্ত ফরাসি লেখক, দার্শনিক আলবেয়ার কামুর দিনলিপি ‘নোটবুকস ১৯৫১-১৯৫৯ (পাবলিক লাইব্রেরি)’ থেকে উল্ল্যেখযোগ্য অংশগুলো ইলাসস্ট্রেশন করেন। শিল্পকর্মটির প্রিন্ট সংস্করণও সহজলভ্য। শিল্পকর্মের বিক্রি থেকে লাভের অর্ধেক  দেয়া হচ্ছে নারী লেখিকা এবং শিল্পীদের সাহায্যার্থে গঠিত ‘অ্যা রুম অভ হার ওউন সংগঠনে।’ উপভোগ করুন!



wendycamus

♥ আমরা যাদের ভালোবাসি তারা যদি কোনভাবে জানতে পারতো, তাদের সাথে পরিচয়ের আগে আমরা কেমন ছিলাম তবে তারা সহজেই উপলব্ধি করতে পারতো তারা আমাদের কতোটা বদলে দিয়েছে।

♥ ভালোবাসায় যখন বিষাদ থাকে না, তখন তাকে অন্যকিছুই মনে হয়। প্রত্যেকেই নিজ দায়িত্বে তাই বিষাদের খোঁজ করে।

♥ বিশ্বাসঘাতকতাই বিশ্বাস হরণের জবাব দেয়, মেকী ভালোবাসারা শেষ পর্যন্ত ভালোবাসাহীনতায়ই নিজেদের খুঁজে পায়।

♥ আমার কাছে দেহজ প্রেম সবসময়ই সরলতা ও আনন্দ দিয়ে আবৃত। এজন্যই আমি অশ্রুর নিম্নমুখী ধারায় প্রেম না দেখে এরচে উঁচুস্থানেই দেখি।

♥ ভালোবাসার অনুপস্থিতি সকল অধিকার ক্ষুণ্ন হওয়ার সমতুল্য, এমনকি যদি একজনের সকল অধিকার পূরণ হয়েও থাকে।

♥ যারা সুখের চেয়ে নিয়ম-নীতিকে গুরুত্ব দেয় বেশি, তারা মূলত শর্তসমূহের বাইরে যতক্ষণ সুখী আছে বুঝাচ্ছে সে-সময়টাতেও সুখকে অস্বীকার করছে।

♥ অসুখী হওয়াটা অমর্যাদাকর নয়। শারীরিক পীড়া মাঝেমাঝে অমর্যাদাকর। কিন্তু আত্মার পীড়া কখনোই নয়, কেননা এর নামই জীবন।

♥ প্রণয়াসক্তির সমাপ্তির কারণ হচ্ছে অর্থহীনভাবে ভালোবেসে যাওয়া; যখন কিনা ভালোবাসার কোন কারণ থাকে না।

♥ মাঝেমাঝে আমার মনে হয় আমি এক প্রগাঢ় কোমলতায় ডুবে আছি, যা শুধুই সম্ভব হয়েছে এই মানুষগুলোর জন্যই- যারা আমার শতাব্দীতেই বাস করে।

♥ পৃথিবীতে যা কিছু শুদ্ধ, যা কিছু পবিত্র আমি কখনো তাদেরকে ভালোবাসা বন্ধ করিনি।

শেয়ার
সর্বশেষ সংখ্যা