পাঁচটি কবিতা | রেদওয়ান আহমদ

তোমাকে মনে করার  তোমাকে মনে করার সব হেতু ছাড়িয়ে ঘটনার এক প্রান্তে জিরাফ এসে ঢেকেছে, আলোকুসুমের কোথাও পৌঁছানোর পরে আটকে যাওয়ার মতোন এই সেই ঘটনা

নতুন কবিতার সন্ধানে | রেদওয়ান আহমদ

আমাকে জাগাবে নীলকন্ঠী পাখির গান— লুপ্তপ্রায় এক বনের কোণে আড়ত পেতে বসে আছি, আমাকে জাগাবে নীলকন্ঠী পাখির গান—গত চল্লিশ বছর আমি তার অপেক্ষায় ইজারায় বসে