পাঁচটি কবিতা | তানজিনা নূর-ই সিদ্দিকী

একটা আস্ত জীবন ওটা কী ছিল, পরাবাস্তবতা? যেন অনতিদীর্ঘ দুঃস্বপ্ন তাড়া করেছে ঘুম ভেঙে প্রজাপতির মতো মানুষটা আবিষ্কার করেছে হিমায়িত লাশঘরে মূক হয়ে পড়ে আছে

বিপ্লব চলবেই… গাসান কানাফানির সাক্ষাৎকার | ভাষান্তর : তানজিনা নূর-ই সিদ্দিকী

গাসান কানাফানি : তাঁর শৈশব, সাহিত্য, মার্ক্সবাদ, দ্য ফ্রন্ট ও আল- হাদাফ গাসান ফায়েজ কানাফানি ফিলিস্তিনের বিখ্যাত কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক ও স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা।