কবিতার মানে | জাকারিয়া প্রীণন

কবি জীবনানন্দ দাশ যখন চিত্রকল্পকে কবিতা বলেন—তখন সমকালীন রসবাদি কবিরা উপস্থিত হন নানান যুক্তিতর্ক নিয়ে। আল মাহমুদ সে চিত্রকল্পের পাশে রখলেন উপমা। বললেন উপমাই কবিতা।

নতুন কবিতার সন্ধানে | জাকারিয়া প্রীণন

বনের ক্যাসিনো ওঠ অবগুণ্ঠন দেখ আয়নার ভিতর ঝাঁকে ঝাঁকেপাখি উড়ার শব্দ— যেন নীল হরিণীর দল;দরজায় কলিংবেল বাজাচ্ছে। আমাদের উত্থান হবে বনের দিকে। শিকারে যাব—খুব সাবধান—