কবিতার মানে | জাকারিয়া প্রীণন
কবি জীবনানন্দ দাশ যখন চিত্রকল্পকে কবিতা বলেন—তখন সমকালীন রসবাদি কবিরা উপস্থিত হন নানান যুক্তিতর্ক নিয়ে। আল মাহমুদ সে চিত্রকল্পের পাশে রখলেন উপমা। বললেন উপমাই কবিতা।
কবি জীবনানন্দ দাশ যখন চিত্রকল্পকে কবিতা বলেন—তখন সমকালীন রসবাদি কবিরা উপস্থিত হন নানান যুক্তিতর্ক নিয়ে। আল মাহমুদ সে চিত্রকল্পের পাশে রখলেন উপমা। বললেন উপমাই কবিতা।
মন ও মননের সাথে যৌগিকতা তৈরি করে, জীবনকে বোঝার বা দেখবার যে কয়টা যোগাযোগ মানুৃষ নিজের ভেতর গড়ে তোলে, সেই জীবনবোধের একটি মাধ্যম হলো কবিতা।
বনের ক্যাসিনো ওঠ অবগুণ্ঠন দেখ আয়নার ভিতর ঝাঁকে ঝাঁকেপাখি উড়ার শব্দ— যেন নীল হরিণীর দল;দরজায় কলিংবেল বাজাচ্ছে। আমাদের উত্থান হবে বনের দিকে। শিকারে যাব—খুব সাবধান—
©শিরিষের ডালপালা | ই-মেইল : shirisher.dalpala@gmail.com
লেখক বা কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত পুনঃপ্রকাশ নিষেধ।
www.shirisherdalpala.net কারিগরি সহযোগিতায় Karkhana