১০টি কবিতা | কিশোর মাহমুদ

লোহার বৃন্দাবনে ঘোড়ার চামড়ায় ঘোড়া লিখি রে ততদূর হ্রেষায় পোড়া যখন আর যমুনা তীরে নাইরে আমার দুঃখের দোসর জলের তলে পুড়ি জলের অতলে পুড়ি জলের পাতলেও বাজবে লোহার খঞ্জনানি যখন আর বৃন্দাবনে নাইরে দোসরা ঘোড়ার চামড়ায়, ঘোড়া লিখি রে লিখি, যতদূর হ্রেষায় পোড়া পদ্মা ঈশ্বরচূড়া স্পর্শের নেশায় …