শুভ্র সরকারের গুচ্ছ কবিতা

সংসার

 

আমাদের ছোট্ট সংসার

ছোট ছোট দম

 

ছড়ানো উত্তাপে দাঁড়িয়ে যখন

তুমি বহন করছো অভাব

তখন আমি বেড়ে উঠছি তোমারি আয়তনে

 

কখন, কতটা ভেতরে থাকছি

কে কার মতো করে-

 

 

 

ভ্রম ও ভ্রমণের পথে

 

আকাশের জন্মদাগ দেখে

শিশুরা পেল বিমানের গল্প

                        –যেন সম্পর্কগুলো এমন

দূরে নয়- উল্লাসের ভেতর দিয়ে

একটা পথ- রোদে দিয়ে আছে ভর

 

ধারণা করি, আকাশ থেকে আকাশ যতটুকু

তারাদের সদ্ভাব ততটুকু

 

তবে থেমে থাকা থেকে

চলে যাওয়ার দূরত্ব পর্যন্ত

আমার মনে হলো আমার

অন্য কারো শ্বাস

 

 

 

চুনিয়া ডাকে ‘কাম অন ম্যান’

 

দিগন্ত, বিস্তৃত ছায়া ধরে বিপন্ন লাল মাটির দিকে

পেছনে বিদায় মেলেছে ডানা….

অভ্যর্থনা, গানের মতো রাঙা

ছড়িয়ে পড়ছে বন

 

সবুজ, সবুজ রিলিফ

পাখিটি অতি-বেদনায়

 

পার্পল ফুলগুলোর গ্রীবা হেলে আছে

আরও আরও পশ্চিমে

 

অথচ তুমি বলছিলে-

সকল জেগে ওঠা

আদিবাসী দিনের কথা

আর বেতফলের ভেতর সন্ধ্যা দেখা

 

 

 

ঘুমফুলের রোদ হিমে

 

বছরের হাওয়া লেপ্টে আছে

পাখিদের ঠোঁটের সার্কাসে

লোকালয়, বনজুড়ে দূরে!

 

গানের বন্দরে শীতাভিমুখী

অতিথি পাখিরা আসবে কী উড়ে

সকল জানাশোনার পরে-

 

তবু ফিরে আসার পথে

থরে থরে

হিমঝুরি ফুলের পেট ভরা সুন্দরে

স্থির তাকিয়েছিলাম, বিস্ময় নিয়ে

ফুল অথবা

বেঁচে থাকার জানতে মানে

তুমি থেকে আমি কতক্ষণে…  


শুভ্র সরকার

জন্ম : মুক্তাগাছা, ময়মনসিংহ।

০৯ ফেব্রুয়ারি ১৯৭৯

কাব্যগ্রন্থ : বিষণ্ণ স্নায়ুবন

সম্পাদিত ছোট কাগজ : মেরুদণ্ড।

শেয়ার