পাঁচটি কবিতা | আবু তাহের তারেক


লন্ডনি দোলাভাইর চিঠি


যখন ভালা লাগে না  সিলেটি গান হুনি
লন্ডনি চাচার হাউশর কথা থাকে অউতা গানো
আর রংগিলা দোলাভাইর কথা
লন্ডনর বিজি লাইফর চিকন করিডোরও বইয়া
সিলেটর সফন দেকি
মিষ্টি শালিয়ে নদীর হপার থাকি ঢেউ দিরা অ পারো
তাইনর চকুর রংগিন গ্লাস যুদি পিনতাম পারতাম আবার


লী নদী


আহারে ছোট্র লী নদী
দরিয়া টাইনা নিছে জল
পাড়ে বৃক্ষকুল শীতে টুন্ডা
পাঁতিহাস আর সারসগুলা ডাকতেছে- কিরিক কিরিক
জোয়ারের আগে ডিএলআর ট্রেইনের
শোভা দেইখা টাইম পাস করতে পারো
লাইলাক ফুটবার আগে একটু জিরাও


একটা লালাখাল আছে সিলেটে


একটা লালাখাল
আছে সিলেটে
একটা লালাখাল
ঘুমাইতেছে মনে মনে


পরশু রাইত


পরশু রাইত স্নো পড়তেছিল
আমি ডেলিভারি করতেছিলাম
সারা রাইত কাম করছিলাম
একলা খাটে শুইছিল চান্দ
ভোর হইল গতর নিন্দ চাইল
হায় আমি ঘরে নাই
অল্প আলো ফুটল
ঘর সব জাগল
দাঁতের মতন শাদা রাস্তা
শাদা মাঠ আর গাছ
আনন্দে গাইলাম গান
ঘুম আমারে ছুটি দিল
এই অল্প কাল


বটগাছ


আমাদের গ্রামের দখিনে
যেইখানে বটগাছ ছিল
সেইখানে বটগাছ নাই
তার জায়গায় ঝোঁপ
আনাজের গাছ
মাথা উঁচা করি খাড়াইছে
আমরার মনের যেইখানে বটগাছ
সেইখানে আনাজ তইয়ার হয় নাই
বটগাছ আছে
বড়শি বাইতেছে কেউ তার তলে


 আবু তাহের তারেক

বাইড়া উঠা ও পড়াশোনা বৃহত্তর সিলেটে। ইউরোপে ইমিগ্রান্ট। 

কবিতার বই: 

আইয়ো রেগো ময়না
আম্মা নদী

অনুবাদ বই:

ফের্ন্দান্দ পেসোয়ার নির্বাচিত কবিতা

 

 

শেয়ার