নাসরীন সুলতানা মিতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই.ই.আর থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে প্রভাষক হিসেবে কর্মরত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। চিত্রকলায় একাডেমিক ব্যাকগ্রাউন্ড না থাকলে কি হবে, মিতুর কার্টুনের রয়েছে নিজস্ব দর্শন, ভাবনা, ভাষা ও অঙ্কনশৈলী। কার্টুন পত্রিকা উন্মাদের নিয়মিত কার্টুনিস্ট তিনি। রানা প্লাজার ঘটনার সময় বহুল আলোচিত সেই প্রাইসট্যাগের উপর রক্তের ছাপ দেওয়া কার্টুনটি মিতু-ই এঁকেছেন।