জহির হাসানের নির্বাচিত ছবি

জহির হাসান শুধু কবিতাই লিখেন না। তিনি একাধারে প্রাবন্ধিক ও অনুবাদকও। এছাড়া তিনি ছবি আঁকেন। কবি ও চিত্রকরমাত্রই ইমেজের কারবারি। কবি ইমেজকে লিখে প্রকাশ করেন, চিত্রকর এঁকে। জহির হাসান দুটোই করেন। চারুকলার প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। তবু ওনার আঁকা ছবিগুলি দেখলে যেকেউ স্বীকার করতে বাধ্য হবেন, তিনি কবিতার ভ্রহ্মাণ্ডে যেমন ধ্যানী এক ঋষি, চিত্রকলাতেও তাঁর ধ্যান কিছুমাত্র কম নয়। জহির হাসান শুরুতে শুধু স্কেচ করলেও ইদানিং রঙ-তুলিতেও নিয়মিত আঁকছেন। কবি জহির হাসানের আঁকা সেসব ছবি থেকে নির্বাচিত কয়েকটি এখানে স্থান পেলো…

শেয়ার